Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: আসামের চিরাং জেলা থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গতকাল বৃহস্পতিবার জেলার দাউকানগর ও আমগুড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও কিছু নথি উদ্ধার করা হয়েছে। এই নিয়ে গত একবছরে আসাম থেকে ২৯ জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ জানিয়েছে, দাউকানগর এলাকার একটি শারীরিক শিক্ষাকেন্দ্র থেকে জয়নাল আবেদিন, সোলায়মান আলী, দিলদার আলী, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম ও উকিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, রাজাপাড়া থেকে বাদশা মণ্ডল ও রাজ্জাক আলী নামে আরো দুই জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ আরো জানিয়েছে, ওই শারীরিক শিক্ষাকেন্দ্রেই চলত জিহাদি প্রশিক্ষণ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সঙ্গে এই জঙ্গিদের কোনো যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।