খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: মাশরাফি বিন মুর্তজা আর তাসকিন আহমেদকে নতুন করে কিছু বলার নেই। মাশরাফিকে নিজের আইডল মানেন ‘হিরো’ তাসকিন, অন্যদিকে তাসকিনকে যোগ্য উত্তরসূরি ভাবেন মাশরাফি। দুষ্টুমিতেও সবার উপরে তারা। সম্প্রতি একটি ভিডিও প্রকাশের মাধ্যমে তা আবারো প্রমাণ করলেন ‘ম্যাশকিন’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডাবস্ম্যাশ’ ব্যাপারটি বেশ জনপ্রিয়। তাসকিন তো একরমম ভক্তই বলা চলে এই অ্যাপ্লিকেশনটির। এবার মাশরাফিকে নিয়েই দারুণ একটি ভিডিও বানিয়ে ফেললেন তিনি।
জনপ্রিয় বাংলা গান ‘কোপা সামসু’ নকল করে গাইলেন মাশরাফি-তাসকিন। ফেসবুকে নিজের ভেরিফাইড ফ্যানপেজে তা প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ভিডিওর শুরুতে ‘পারফর্মার’ তাসকিনের সঙ্গে যে মাশরাফিও হুট করে যোগ দেবেন এবং দারুণভাবে জায়গা করে নেবেন, সেটা হয়তো ভাবনাতেই আসেনি কারোর।
মজার এই ভিডিওটি এরই মধ্যে দুই হাজার বার দেখা হয়েছে। জানিয়ে রাখা ভালো, জাতীয় দলের ‘মেন্টর’ মাশরাফির বিপক্ষেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম ম্যাচ খেলছেন তাসকিন আহমেদ। মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে একটি উইকেটও নিয়েছেন তিনি।
ভডিওিটি দখেতে এখানে ক্লকি করুন