Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌ শ্রমিকদের ধর্মঘট আলোচনার মাধ্যমে দ্রুত সামাধানের চেষ্টা চলছে। আজ শুক্রবার মাদারীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসে ঠিকাদারদের সঙ্গে সভাশেষে সাংবাকিদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ডাকে গত বুধবার রাত ১২টা থেকে সারা দেশে নৌযান ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার যাত্রীদের ব্যাপক ভোগান্তির মধ্যে লঞ্চ চালানোর ঘোষণা দেয় মালিকপক্ষ।
এ ব্যাপারে শাজাহান খান বলেন, এখানে সরকার কোনো পক্ষে নয়। তাই মালিক ও শ্রমিক উভয়পক্ষের সঙ্গে দ্রুত কথা বলে সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, নৌ পরবিহন সেক্টর একটি সেবামূলক সেক্টর। শ্রমিক-মালিকরা দেশের মানুষের সেবা করে থাকেন। একজন সেবক হিসেবে সারাদেশের মানুষকে এভাবে জিম্মি রাখা অনুচিৎ।
সভায় উপস্থিত এলজিইডির ঠিকাদারদের উদ্দেশে নৌমন্ত্রী বলেন, যেসব ঠিকাদার কাজে গাফিলতি ও নিম্নমানের কাজ করবে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে। তিনি আরো বলেন, প্রয়োজনে আমার ভাইও যদি গাফিলতি করে তাকেও ব্ল্যাক লিস্টেড করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নির্মল কুমার বিশ্বাস প্রমুখ।