খোলা বাজার২৪, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬: ক্রিকেটের বাইরে বিরাট কোহলির নতুন খবর হলো বলিউড অভিনেত্রী শ্র“তি হাসানের সগে জুটি বাঁধছেন তিনি। না, আনুশকা শর্মাকে ছেঁড়ে নয়; এই জুটি পর্দার জুটি। নতুন একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে তাদেরকে। এরই মধ্যে চুক্তি শেষ হয়েছে, শুটিংয়ের তারিখও স্থির।
তবে বলিউড মিডিয়ার প্রকাশিত খবরে জানানো হয়েছে শুধু বিরাট-শ্র“তিই নন; বিজ্ঞাপনে থাকছেন ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সও। জানিয়ে রাখা ভালো, এই বিজ্ঞাপনে কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন বিরাট-আনুশকা। এতোদিন ধরে বিজ্ঞাপনে একসঙ্গেই দেখা গেছে তাদেরকে। চিড় ধরা সম্পর্ক নতুন করে জোড়া লাগার পরেও নতুন বিজ্ঞাপনে শ্র“তিকে পাওয়াটা আবারো নেতিবাচক খবরের সুযোগ দেয় কিনা, সেটাই দেখার বিষয়।