Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬: সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স তাদের সর্বশেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে উড়িয়ে দিয়েছে। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে খেলা আরেক তারকা মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ আজ মুখোমুখি হয়েছে পাঞ্জাবের।
পয়েন্ট তালিকার তলানিতে থাকা পাঞ্জাবের বিপক্ষে টস জিতে আজ আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আজ পাঞ্জাবের বিপক্ষে জয় তুলে নিতে পারবে তো হায়দরাবাদ? সেটার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ নাগাদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্চাবের সংগ্রহ ১১ ওভার শেষে ৪ উইকেটে ৭৩ রান।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি দেখাচ্ছে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন চ্যানেল।
এবারের আসরে প্রথম দুই ম্যাচে হেরে গেলেও পরের দুই ম্যাচেই টানা জয় তুলে নেয় হায়দরাবাদ। নিয়মিত নিয়ন্ত্রিত বোলিং করে দলের জয়ে অবদান রাখছেন মুস্তাফিজ। সর্বশেষ ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন বাংলাদেশের তরুণ পেসার।
আজ বল হাতে হায়দরাবাদের বোলাররা যেখানে প্রতিপক্ষকে অনায়সে রান দিয়ে চলছেন সেখানে নিজের প্রথম ওভারে মেডেন নিয়ে চমক উপহার দেন মুস্তাফিজ। রান দেওয়ার বিপরীতে তার প্রথম ওভারের পঞ্চম বলে ধাওয়ানের হাতে রান আউটের খড়গে কাটা পড়েন মানান ভোহরা।