Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬: অনেক আগের থেকেই খবর ছিল ক্রিকেটার যুবরাজ সিংয়ের সাথে তার একটা সম্পর্ক রয়েছে। এ নিয়ে বলিউডজুড়ে কম চর্চা হয়নি। এখনও থেমে থেমে এসব নিয়ে চর্চা হয়ে থাকে।
যদিও দুজনেই তাঁদের সম্পর্ক নিয়ে কোনও কথা বলেননি। একবার তো এ ব্যাপারে প্রশ্ন করা হলে প্রীতি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। যুবরাজের বিয়ে সম্পর্কেও এতদিন প্রীতির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার ক্রিকেটার যুবরাজের বিয়ে সম্পর্কে মুখ খুললেন প্রীতি।
একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে এক প্রশ্নের উত্তরে প্রীতি পাল্টা জানতে চান, যুবির বিয়ের তারিখ কবে, তা কি জানেন? আমি ওকে একটা বিশেষ উপহার (রাখী) পাঠাতে পারি। ওর বিয়ে হচ্ছে শুনে আমি খুবই খুশি। আমাদের মধ্যে দারুন সম্পর্ক রয়েছে। যুবি তো আমাদের দলের সদস্য ছিল। আমরা অনেক ওঠা-পড়ার সাক্ষী।
উল্লেখ্য, গত বছরই বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচের সঙ্গে বাগদান সেরেছেন যুবরাজ। তাঁদের বিয়ে খুব তাড়াতাড়ি হবে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে, প্রীতি আমেরিকার ব্যবসায়ী জিন গুড এনাফকে বিয়ে করেছেন। জিন প্রীতির থেকে ১০ বছরের ছোট।