খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছে পুলিশ।
রাজশাহীর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন রোববার সকালে বলেন, “গত রাতে আমরা একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছি।”
তবে ওই ব্যক্তির পরিচয় বা তার কাছ থেকে কোনো তথ্য মিলেছে কিনা সে বিষয়ে কিছু জানাননি এ পুলিশ কর্মকর্তা।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে হত্যা করা হয় ইংরেজি বিভাগের এই শিক্ষককে।
মোটর সাইকেলে আসা দুই যুবক তাকে কুপিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানিয়ে পুলিশ।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস এ হত্যার দায় স্বীকার করেছে বলে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী এক ওয়েবসাইটে খবর এসেছে। পুলিশ কমিশনারও জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতার সন্দেহের কথা বলছেন।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত অধ্যাপকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ।
সহকর্মী ও ছাত্ররা বলেছেন, রেজাউল করিমকে তারা সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা একজন শান্তিপ্রিয় শিক্ষক হিসেবেই চিনতেন।
‘কোমলগান্ধার’ নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন রেজাউল। ‘সুন্দরম’ নামে একটি সাংস্কৃতিক সংগঠনেরও উপদেষ্টা ছিলেন তিনি।
‘সুন্দরম’ এর সভাপতি হাসান রাজা বলেন, “স্যার খুব ভালো সেতার বাজাতেন। তিনি শালবাগানে একটি গানের স্কুল প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন।”