খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬: ১ মে আন্তর্জতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান। সোহরাওয়ার্দীর অনুমতি চেয়ে গত ২৭ মার্চ বিএনপির পক্ষ থেকে গণপূর্ত বিভাগে আবেদন করা হয়। এই আবেদনের উত্তরে গণপূর্ত বিভাগ জানিয়েছে ঐদিন পুলিশের অনুমতি নিয়ে মাঠ ব্যাবহারে কোন আপত্তি নেই গণপূর্ত বিভাগের। রিজভী আরো বলেন, গত ৭ এপ্রিল পুলিশের অনুমতি চেয়ে চিঠি দেয়া হয় ডিএমপিকে। কিন্তু পুলিশ এখনও কোন সিদ্ধান্ত না জানানোয় আমরা ২২ এপ্রিল আবারও পুলিশকে চিঠি দিয়েছি। আমরা এখন অপেক্ষা করছি পুলিশের অনুমতির।