খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার রাতে প্রথমবারের মত পেলেন ম্যাচ সেরার পুরস্কার। আর বলা যায়, পুরস্কারটা তার জন্য প্রত্যাশিতই ছিল। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চার ওভারে পেয়ে গেলেন দুই উইকেট; আর ব্যাটসম্যানদের যে তিনি রীতিমত নাচিয়ে ছেড়েছেন তার প্রমান হল – এক মেইডেন সহ এই চার ওভারে তার বল থেকে এসেছে মোটে নয় রান।
আর এরই সুবাদে দল সানরাইজার্স হায়দ্রাবাদ ১৩ বল বাকি থাকতে পাঞ্জাবের বিপক্ষে পাঁচ উইকেটের বড় জয় ছিনিয়ে নিয়েছে। পাঁচ ম্যাচে এটা তাদের টানা তৃতীয় জয়। আর এই জয়ের পর এবার দলের মধ্যমণি স্বাভাবিক ভাবেই মুস্তাফিজ।
কোচ টম মুডি ও মেন্টর ভিভিএস লক্ষণ রীতিমত বাংলা ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার-ইন্সটাগ্রামে মুস্তাফিজকে অভিনন্দন জানানোর চেষ্টা করলেন। টম মুডি লিখেছেন, ‘আমাদের ফিজ জন্য উজ্জ্বল খেলা, অভিনন্দন!’ গুগল ট্রান্সলেটরের সাহায্যে বাংলায় লিখেছেন লক্ষণও। যার ভাষা অনেকটা এমন, ‘ মুস্তাফিজের আরও একটি চমৎকার পারফরম্যান্স। খুব চিত্তাকর্ষক; এবার এটা ধরে রাখার পালা।’