খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬: আধ মিনিটে প্রায় ৩ কোটি টাকার বৃষ্টি। সঙ্গে বিজেপি সাংসদের নাচ। ভারতের গুজরাটের ভিরাবলে অনুষ্ঠিত একটি ধর্মীয় অনুষ্ঠান। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। নরেন্দ্র মোদির রাজ্যে এই ঘটনা অস্বস্তি বাড়িয়েছে বিজেপি-র।
পুনমবেন মাদাম। গুজরাটের জামনগরের এই সাংসদ ভিরাবলে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যান। একটি সংবাদমাধ্যমের দেখানো ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠানের শেষে অন্যদের সঙ্গে নাচছেন পুনমবেন। তাঁকে ঘিরে অনেকেই তখন নাচছেন। সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে টাকা ওড়ানো হচ্ছে। ৩০ সেকেন্ডে প্রায় ৩ কোটি টাকা ওড়ানো হয়েছে বলে খবর।
বিষয়টি জানাজানি হতেই হইচই শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। ছবি সমতে খবরটি টুইট করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। সোশাল মিডিয়ায় চলছে তুমুল সমালোচনা।