Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2খোলা বাজার২৪, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬: তিন দফা পিছিয়ে আগামী ১৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জাতীয় পার্টির (জাপা) ৮ম জাতীয় ত্রি-বার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল। কিন্তু কাউন্সিল অধিবেশনের তারিখ দলীয় গঠনতন্ত্রের আলোকে সবার সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হয়নি দাবি করে তা পেছানোর আহ্বান জানিয়েন সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।

জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রবিবার বিকেলে এ আহ্বান জানান তিনি।
রওশন এরশাদ বলেন, আগের তারিখগুলোও দলের অধিকাংশ নেতাদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়নি। বেশির ভাগ সিদ্ধান্তই এখন চেয়ারম্যান একক সিদ্ধান্তের আলোকে নিচ্ছেন। তাই তার কাছে আমরা সংসদীয় কমিটি আহ্বান জানিয়েছি, দলে গণতন্ত্র চর্চা সমুন্নত রাখতে সবার সঙ্গে আলোচনা ও পরামর্শ করে কাউন্সিলের তারিখ পুনর্র্নিধারণ করা হোক। কাউন্সিল পেছানোর আহ্বান জানিয়ে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, চেয়ারম্যান (এরশাদ) গত ১৭ জানুয়ারি একক সিদ্ধান্ত নিয়ে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করেছেন- তা দলের গঠনতন্ত্র অনুযায়ী হয়নি তা আবারও বলতে চাই। কারণ জাতীয় পার্টি কোনো কোম্পানি নয় যে, কারো একক সিদ্ধান্তে দল চলবে। তাই আগের সিদ্ধান্তও প্রত্যাহার করে সবার সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই। কারণ প্রত্যেকটি নেতাকর্মীর দলের জন্য অবদান ও ত্যাগ আছে। সবারই পরামর্শ দেওয়ার অধিকার আছে।
দলের দুর্বলতা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা এক সময় দেশ শাসন করেছি। দেশের অনেক উন্নয়ন আমাদের হাত দিয়েই শুরু হয়েছে। কিন্তু এখন আমরা দুর্বল হয়ে পড়েছি। বারবার ভুল সিদ্ধান্তের কারণেই দলের এই অবস্থা। আমরা সুনির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় এখনো কোনো লক্ষ্যে পৌঁছাতে পারিনি। প্রত্যেক সংসদ নির্বাচনের আগে আমাদের দলে ভাঙন সৃষ্টি হয়েছে। এজন্য অপ্রত্যাশিতভাবে প্রত্যেক নির্বাচনে আমরা ভালো করতে পারছি না। দলের তৃণমূলসহ সকল নেতাকর্মীর সঙ্গে পরামর্শ করলে এমন অবস্থা হতো না।
জাপা থেকে বহিষ্কৃত ও চলে যাওয়াদের পুনরায় দলে ফেরার আহ্বান জানিয়ে এই জাপা নেত্রী বলেন, দলের সুদিনে-দুর্দিনে অসংখ্য নেতাকর্মী অবদান রেখেছেন। তাদের অনেকেই আজ নেই। অথচ চেয়ারম্যানের আশপাশে এসব কারা? যে কোনো কারণে দলের বাইরে থাকা সকলকে স্মরণ করে তাদের বলতে চাই, আমরা আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সব অভিমান ও মনোমালিন্য ভুলে আবার আমাদের মাঝে ফিরে এসে দলকে শক্তিশালী করুন। আমরা একটি মজবুত ও গণতান্ত্রিক দল গড়তে চাই।
এ সময় সাংবাদিকরা জানতে চান আগামী ১৪ মে কাউন্সিলে আপনারা যোগ দেবেন কি না? উত্তরে জাপার প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, চেয়ারম্যান বলেছেন এই কাউন্সিলে দলের কো-চেয়ারম্যান ও মহাসচিবের পদ অপরিবর্তিত থাকবে। তাহলে কাউন্সিল করার কোনো প্রয়োজনীয়তা তো আমি দেখছি না।
তিনি বলেন, যদি চেয়ারম্যান সিদ্ধান্ত পরিবর্তন না করে নির্ধারিত তারিখেই তাদের একক সিদ্ধান্তের আলোকে কাউন্সিল করেন, তবে আমরা তাতে যোগ দেব কি না তা এখন বলতে চাই না। সময়ই বলে দেবে কখন কী সিদ্ধান্ত নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙা, তাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ