Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬: সোহাগী জাহান তনুসহ গুম, খুন, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দেয়া হয়েছে। রবিবার বামপন্থি নেতারা এ হরতাল সফল করার কথা জানান।
তারা জানান, মূলত সোমবার সারাদেশে অর্ধদিবস হরতালের আহ্বান করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। এ হরতালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের বিপ্লবী গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মাহবুব, শ্রমিক কৃষক সমাজবাদী দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন এবং বদর উদ্দিন ওমর ও ফজলুল হাকিম লেলার নেতৃত্বে জাতীয় মুক্তি কাউন্সিল ও জাতীয় গণফ্রন্টসহ চার দল এবং ১০ দলসহ ১৪ দল সমর্থন দিয়েছে।
এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক- পেশাজীবী সংগঠন ও নারী সংগঠনসমূহ এই হরতালের সমর্থনে মাঠে নামার ঘোষণা দিয়েছে। পাশাপাশি অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক আজফার হোসেন, গীতি আরা নাসরিন, অধ্যাপক এম এম আকাশ, শিল্পী মাহমুদুজ্জামান বাবু, শিল্পী অরুপ রাহীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সমাজকর্মী ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই হরতালে সমর্থন জানিয়েছেন।
বামপন্থি ১৪ দল নেতা-কর্মীরা ও প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতারা এ হরতাল সফল করতে সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান নিবেন। তারা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, পল্টন মোড়, মৌচাক মার্কেটের সামনে, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, সূত্রাপুর-সদরঘাট এলাকায় হরতাল সফল করতে মাঠে থাকবেন।
এছাড়াও দেশের সকল জেলা ও থানা শহরে হরতাল সফল করতে ১৪ দলের নেতা-কর্মীরা এবং প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতা-কর্মীরা মাঠে থাকবেন। জোটের নেতারা মানুষের জীবনের নিরাপত্তা ও তনু হত্যার বিচারের দাবিতে এই ঐতিহাসিক হরতালের সমর্থনে সর্বস্তরের মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান।
গত ২০ মার্চ তনুকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ধর্ষণ ও খুন করা হয়। তনু হত্যার পর থেকে শান্তিপূর্ণভাবে দুই জোটের উদ্যোগে বিচারের দাবিতে ধারাবাহিক আন্দোলন চলছে। গত ৭ এপ্রিল তনু হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ হামলা চালায় ও মিছিলে বাধা দেয়। ওই ঘেরাও কর্মসূচি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়ে তনু হত্যার বিচার দাবিতে ২৫ এপ্রিল সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আশরাফুল আলম সোহেল।