খোলা বাজার২৪, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬: গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে দুই মোটরসাইকেল আরোহীর অতর্কিতে ছোড়া গুলিতে সর্বপ্রধান কারারক্ষী রুস্তম আলী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পালানোর সময় মোটরসাইকেলের এক আরোহীকে আটক করা হয়েছে।
কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে দুই আরোহী অতর্কিতে গাজীপুরের কাশিমপুর কারাগারের প্রধান ফটকে গুলি ছোড়ে। এতে সর্বপ্রধান কারারক্ষী রুস্তম আলী নিহত হন। গুলি ছুড়ে পালানোর সময় মোটরসাইকেলের এক আরোহীকে আটক করা হয়েছে। বিস্তারিত আসছেৃ