খোলা বাজার২৪, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার প্রেষণে এ নিয়োগ দিয়ে রাশিদুলের চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে।
একই আদেশে আইএসপিআরের পরিচালক মো. শাহীনুল ইসলামের প্রেষণ প্রত্যাহার করে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে। সশস্ত্রবাহিনীসহ প্রতিরক্ষা কর্মবিভাগগুলো সম্পর্কে কার্যকর ও সঠিক তথ্য বিভিন্ন প্রচারমাধ্যমে তুলে ধরা, বাহিনীগুলোর তথ্য প্রকাশের জন্য বিভিন্ন রচনা, চিত্র, প্রতিবেদন নিরীক্ষা ও ছাড়পত্র প্রদানসহ সামরিক তথ্য সংক্রান্ত কার্যক্রম পরিচালনা আইএসপিআরের দায়িত্ব। পরিচালকই হচ্ছেন এ দপ্তরের শীর্ষ কর্মকর্তা