Sat. Aug 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬: রিয়াল মাদ্রিদের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে স্প্যানিশ ফুটবল লিগে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার মালিক এখন বার্সেলোনার স্ট্রাইকার ল্ইুস সুয়ারেজ। লা-লিগায় গত দু’ম্যাচে দু’হ্যাট্টিকসহ মোট আট গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে যান সুয়ারেজ। লা-লিগায় তার গোল এখন ৩৪টি। ৩১ গোল নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন রোনালদো।
তৃতীয়স্থানে রয়েছেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি। তার গোল সংখ্যা ২৫টি। চতুর্থস্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজামা ও বার্সেলোনার নেইমার। দু’জনই এখন পর্যন্ত গোল করেছেন ২৩টি করে। তার চতুর্থস্থানে ভাগাভাগি করেই বসতে হয়েছে বেনজামা ও নেইমারকে।
লা-লীগার সর্বোচ্চ গোলদাতার তালিকা (শীর্ষ পাঁচ) :
অবস্থান খেলোয়াড় দল গোল
১. লুইস সুয়ারেজ বার্সেলোনা ৩৪
২. ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ৩১
৩. লিওনেল মেসি বার্সেলোনা ২৫
৪. করিম বেনজামা রিয়াল মাদ্রিদ ২৩
৫. নেইমার বার্সেলোনা ২৩

অন্যরকম