Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬: রিয়াল মাদ্রিদের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে স্প্যানিশ ফুটবল লিগে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার মালিক এখন বার্সেলোনার স্ট্রাইকার ল্ইুস সুয়ারেজ। লা-লিগায় গত দু’ম্যাচে দু’হ্যাট্টিকসহ মোট আট গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে যান সুয়ারেজ। লা-লিগায় তার গোল এখন ৩৪টি। ৩১ গোল নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন রোনালদো।
তৃতীয়স্থানে রয়েছেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি। তার গোল সংখ্যা ২৫টি। চতুর্থস্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার করিম বেনজামা ও বার্সেলোনার নেইমার। দু’জনই এখন পর্যন্ত গোল করেছেন ২৩টি করে। তার চতুর্থস্থানে ভাগাভাগি করেই বসতে হয়েছে বেনজামা ও নেইমারকে।
লা-লীগার সর্বোচ্চ গোলদাতার তালিকা (শীর্ষ পাঁচ) :
অবস্থান খেলোয়াড় দল গোল
১. লুইস সুয়ারেজ বার্সেলোনা ৩৪
২. ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ৩১
৩. লিওনেল মেসি বার্সেলোনা ২৫
৪. করিম বেনজামা রিয়াল মাদ্রিদ ২৩
৫. নেইমার বার্সেলোনা ২৩