Thu. Aug 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬: স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা কিছু আলামত পেয়েছি, আসামিদের ধরে ফেলতে পারব। এটা অন্য রকম একটি ঘটনা।
সোমবার রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে দুজনকে কুপিয়ে হত্যার বিষয়ে এক প্রতিক্রিয়ায় একথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, দেশ ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে নানাভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।
এর আগে সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলেন, চাপাতির কোপে নিহত মুক্তমনা, ব্লগার, লেখক, প্রকাশক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সবার হত্যাকারীকে পুলিশ শনাক্ত ও গ্রেপ্তার করেছে। পৃথিবীর অনেক আধুনিক দেশের চেয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অন্যরকম