Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কলাবাগানে জোড়া খুনের ঘটনায় হত্যাকারীদের খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকল প্রকার আলামত নিয়ে মাঠে কাজ করছে। হত্যাকারীদের ব্যাপারে যথেষ্ঠ তথ্য পাওয়া গেছে।’
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ কনভেনশন হলে ২০১৫ সালে সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে বের হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘পুলিশ বাহিনী এগিয়ে যাচ্ছে, তার প্রমাণ গতকাল কলাবাগানে জোড়া খুনের হত্যাকারীরা পালিয়ে যাওয়ার সময় একজন হত্যাকারীকে এক পুলিশ সদস্য ঝাপটে ধরেছিল। পুলিশের ওই সদস্য মারাত্মক আহত হওয়ার পরও হত্যাকারীকে ছাড়তে চাননি। কিন্তু চাপাতির কোপের কাছে তিনি হেরে যান এবং ওই হত্যাকারী পালিয়ে যায়। পুলিশের ওই সদস্যের জন্য পুরো পুলিশ বিভাগ গর্বিত।’
প্রসঙ্গত, ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কলাবাগানের ৩৫ নম্বর বাসায় ঢুকে কয়েকজন দুর্বৃত্ত প্রাক্তন মার্কিন অ্যাম্বাসির কর্মকর্তা ও সমকামীদের অধিকার নিয়ে পত্রিকা রূপবানের সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু তনয়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘২০১৫ সালে সারা দেশে বিএনপি-জামায়াতের সহিংসতার সময় ১২৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আত্মোৎসর্গকারী এসব পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশের সর্বকালের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। প্রধানমন্ত্রী এসব পুলিশ সদস্যদের পরিবারকে নগদ টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। আগে যেখানে এককালীন তিন লাখ টাকা দেওয়া হতো সেখানে বর্তমানে পাঁচ লাখ টাকা করা হয়েছে। আর আহত হলে যেখানে ৫০ হাজার টাকা দেওয়া হতো, সেখানে এখন এক লাখ টাকা দেওয়া হয়। ‘