Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, বুধবার ভোর রাতে উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।নিহতদের মধ্যে সাগর ওরফে লম্বা সাগর (৩০) ও মো. রাসেল (২২) নামে দুইজনের নাম জানা গেলেও অন্য্যজনকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
তাদের আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
তিনি বলেন, উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় বেশ কিছুদিন ধরে ‘ডাকাতের উৎপাত’ বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজন পালা করে পাহারা বসিয়েছিল।
“রাত ৩টার দিকে একদল সেখানে ডাকাতি করতে গেলে স্থানীয়রা ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”
ওসি বলছেন, নিহত সাগর ওই ডাকাত দলটির নেতা। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল, তিনটি কার্তুজ, তিনটি রামদা ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে।