খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু স্বীকার করেছেন যে জঙ্গিদের অতর্কিত সন্ত্রাসী আক্রমণের কৌশল মোকাবেলার উপায় তারা এখনো খুঁজে পাননি। এটিকে তিনি দেশকে অস্থিতিশীল করার জন্য বিরোধীদের চক্রান্ত বলে বর্ণনা করেন।
বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরও বলেন, গোপন সন্ত্রাসী কার্যকলাপ থামাতে অনেক সময় লাগে। আপনি ইউরোপের কথা বলেন, আমেরিকার কথা বলেন, তারাও কিন্তু গোপন আক্রমণ ঠেকাতে পারছে না। তারা তো আমাদের চেয়ে উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা। এবং শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা।