খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মিষ্টি খেয়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
খবরে বলা হয়, ২০ এপ্রিল ছেলের জন্মদিন উপলক্ষে একটি মিষ্টির দোকান থেকে সাড়ে চার কেজি মিষ্টি কিনে আনেন হুসাইন নামের এক ব্যক্তি। ওই মিষ্টি খেয়ে তাৎক্ষণিক অসুস্থ হয়ে মারা যান পাঁচজন। এ সময় গুরুতর অসুস্থ হন ওই ব্যক্তিসহ আরও ৭৭ জন।
পরে হুসাইন, তার এক বোন ও সাত ভাইসহ মারা যান ১৮ জন। এছাড়া এ ঘটনায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
এ ঘটনায় ওই মিষ্টির দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছে দেশটির পুলিশ।