খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাদের হয়ে এর আগে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষেই আগের ম্যাচে মাত্র ৯ রান দিয়ে নেন দুই উইকেট। তার মধ্যে ১৭টিই ডট বল ছিল।
বাংলাদেশের বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান তাই সে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন। আর এই কারণে পুরো ক্রিকেট বিশ্ব মুস্তাফিজ বন্দনায় মেতে ওঠে। তাঁর বোলিং বৈচিত্র দেখে রীতিমতো বিস্মিত হয়ে পড়েন ক্রিকেট বোদ্ধারাও। কি অসাধারণ পারফম্যান্স দেখিয়েছিলেন তিনি আগের ম্যাচে।
অথচ এই বাঁহাতি পেসার মঙ্গলবার আইপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে একেবারেই নিষ্প্রভ ছিলেন। আসরে এই প্রথম তিনি ছিলেন উইকেটশূন্য। দুই ওভার বল করে দিয়েছেন ২১ রান। এই বাঁহাতি পেসারের নামের পাশে তা বড্ড বেমানান। মুস্তাফিজের নিষ্প্রভতার দিনে তাঁর দল হায়দরাবাদ হেরেছে রাইজিং পুনের কাছে।
বৃষ্টিবিঘিœত এই ম্যাচে হায়দরাবাদ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩৪ রানে হেরেছে।