খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক কর্মী নিহত জুলহাজ মান্নানকে হত্যার ঘটনায় বিস্মিত হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল।
এক টুইট বার্তায় নিশা দেশাই বলেছেন, “যুক্তরাষ্ট্রের দূতাবাস পরিবারের প্রিয় সদস্য, আমাদের সহকর্মী জুলহাজ মান্নানকে নৃশংস ও বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে। এতে আমার হৃদয় ভেঙে গেছে। আমি ক্ষুব্ধ।” নিহত জুলহাজকে বিশ্বস্ত সহকর্মী ও সবার প্রিয় বন্ধু বলেও উল্লেখ করেছেন তিনি।
গত সোমবার ঢাকার কলাবাগানে বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।