খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: রংপুরে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২ জামায়াত কর্মীসহ ৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। তাদের বিরুদ্ধে নাশকতার ও চুরি-ডাকাতিসহ সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
গ্রেপ্তার হওয়া ২ জামায়াত কর্মী হলেন, পীরগাছা উপজেলার মরুলছড়া জয়নাল আবেদীন (৫৫) ও কোতয়ালী থানা জামায়াত কর্মী আনিছার উদ্দিন (৫৫)। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম জাহিদুল ইসলাম ও পীরগাছা ওসি আমিনুল ইসলাম জানান, নাশকতার ও হামলার অভিযোগে পৃথক মামলা থাকায় জামায়াতের ২ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল ফারুক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রংপুরের বিভিন্ন থানা থেকে অভিযান চালিয়ে জামায়াতে ২ কর্মীসহ ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে আজ বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।