Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: মার্কিন বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মেজর জেনারেল পিটার গারস্টেন বলেছেন, সিরিয়া ও ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সঙ্গে প্রতি মাসে অন্তত ২০০ বিদেশি সন্ত্রাসী যোগ দিচ্ছে। একে তিনি নাটকীয় পরিবর্তন বলে মন্তব্য করেছেন। তিনি জানান, গত বছর এমন সময় প্রতি মাসে ১,৫০০ থেকে ২,০০০ সন্ত্রাসী যোগ দিত।
গতকাল (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জেনারেল গারস্টেন। তিনি হচ্ছেন ইরাক ও সিরিয়ায় মার্কিন জোটের অপারেশন ও ইন্টেলিজেন্স বিষয়ক ডেপুটি কমান্ডার। জেনারেল গারস্টেন জানান, সন্ত্রাসীদের মধ্যে দায়েশ ছাড়ার ঘটনাও বাড়ছে। তবে কত সংখ্যক সন্ত্রাসী দায়েশ ছেড়েছেন তা তিনি বলতে চান নি।
জেনারেল গারস্টেন বলেন, “আমরা দেখতে পাচ্ছি দায়েশ সন্ত্রাসীদের নৈতিক মনোবল ভেঙে পড়েছে। তারা এখন আর সন্ত্রাসী কর্মকাণ্ডে মনযোগ দিতে পারছে না। তারা এখন যেকোনো উপায়ে দল ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে।” চলতি মাসের প্রথম দিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, গত দুই বছরের যেকোনো সময়ের তুলনায় এখন ইরাক ও সিরিয়ায় তৎপর দায়েশ সন্ত্রাসীদের সংখ্যা অনেক কম।