Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: এক সময় বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানের আতঙ্কের নাম ছিল ওয়াসিম আকরাম। যাকে বলা হতো ‘দ্য কিং অফ সুইং’। তার ওই বল খেলতে হিমশিম খেতে হয়েছিল সব ব্যাটসম্যানকেই। কালের পরিত্রমায় ওয়াসিম এখন অতীত। ব্যাট-প্যাট তুলে রাখায় বনে গেছেন সাবেক ক্রিকেটার।
সম্প্রতি কাটার দিয়ে আলো ছড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। আদায় করে নিয়েছেন ব্যাটসম্যানদের সমীহ। তার বোলিংয়ের ধরনটা বোঝা খুবই কঠিন। ব্যাটসম্যানদের দ্রুত পড়তে পারেন। তাই মুস্তাফিজের প্রশংসায় মেতে উঠেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার জানালেন, মুস্তাফিজ তাকে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের কথা স্মরণ করিয়ে দেয়।
এক সাক্ষাৎকারে মুস্তাফিজ প্রসঙ্গে স্টেইন বলেন, ‘মুস্তাফিজের যে স্কিল (দক্ষতা) রয়েছে, তা সাবেক তারকা ওয়াসিম আকরামেরও ছিল। কিন্তু আমি বলছি না যে আকরামের মতো সুইং করাতে পারছে মুস্তাফিজ। তবে বাংলাদেশের এই বোলার যখন বল করে, তখন খুব ভালো লাগে।’
তবে একটি জায়গা ওয়াসিম আকরামের চেয়েও মুস্তাফিজকে এগিয়ে রাখলেন স্টেইন। বললেন, ‘আমরা সাধারণত ডানহাতি বোলারদের দেখেছি, যারা কিনা অফ-কাটার দিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে থাকে। এখন দেখছি, বাঁহাতি বোলার মুস্তাফিজ কাটার ও পেসের মিশ্রণ ঘটিয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করছে। এর আগে আমি কাউকে এমনটা করতে দেখিনি।’