Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে গুম-খুন চলছে। মানুষের কোনো নিরাপত্তা নেই। আজ দেশের সকল মানুষ নির্যাতিত-নিপীড়িত। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবন মিলনায়তনে আজ বুধবার দুপুরে এক যৌথসভা শেষে তিনি এ সব কথা বলেন।
ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে। কেবল ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে জনগণ ও শ্রমিক ভাইদের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।
শ্রমিক দিবসের সমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, সমাবেশের দিন সকল ওয়ার্ড, থানা থেকে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থেকে সমাবেশ সফল করবেন। যৌথসভায় আরও উপিস্থত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাসার, ইউনুস মৃধা, হারুনুর রশিদ হারুন, ইকবাল হোসেন চৌধুরৗ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। এ ছাড়াও বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।