খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চিহ্নিত ঢাকায় অতি ঝুঁকিপূর্ণ ৩২১টি ভবন এক মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটি। এছাড়া অন্যান্য সিটি করপোরেশনের অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলোও একই সময়ের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে কমিটি।
আজ বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় এ নির্দেশ দেওয়া হয়। সভায় আর্মড ফোর্সেস ডিভিশন, বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিভিন্ন সিটি করপোরেশন, রাজউক, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়সহ অর্ধশতাধিক সরকারি-বেসরকারি সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাজউক ও সিটি করপোরেশনকে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে কমিটিকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে সভায়। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল এ নির্দেশ দেন। তিনি বলেন, পাশাপাশি এ ভবনগুলোর বর্তমান পরিস্থিতির একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ৭ কার্যদিবসের মধ্যে কমিটিতে পেশ করতে হবে।
সভায় চিহ্নিত ঝুঁকিপূর্ণ সব ভবনের গ্যাস ও বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে, পানির লাইন বন্ধ করতে ওয়াসাকে এবং হোল্ডিং নম্বর বাতিল করার জন্য সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, বড় ধরনের ভূমিকম্পে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার জন্য বিদ্যুৎ ও গ্যাস লাইনের সংযোগ স্থলে সেন্সর লাগানো হচ্ছে। দুর্যোগ পরবর্তী সাময়িক আবাসনের জন্য ১০০ কোটি ৮৬ লাখ টাকার তাবু কেনা হয়েছে। অস্থায়ী বা মোবাইল হাসপাতাল তৈরির যন্ত্রপাতি কেনা হচ্ছে বলে সভায় জানানো হয়। সভায় আরও জানানো হয়, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার জন্য ১৫৯ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হচ্ছে।