Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, ‘বাংলাদেশে অপরাধ করে অপরাধীরা পার পেয়ে যায়। এ কারণে একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। যেকোনো ধরনের হত্যাকাণ্ড রোধে বাংলাদেশকে সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র।’
বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ সরকার ও পুলিশের পক্ষে হত্যাকাণ্ড রোধ করা সম্ভব নয়। এজন্য যৌথভাবে কাজ করা প্রয়োজন। বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।’
মার্শিয়া বার্নিকাট আরো বলেন, ‘মার্কিন দূতাবাসের প্রাক্তন প্রটোকল কর্মকর্তা জুলহাজ মান্নানের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং জানি। তাকে হত্যা করায় আমি খুব ব্যথিত। একই সঙ্গে খুনিদের গ্রেপ্তারে আইনের আওতায় আনতে মন্ত্রীকে বলা হয়েছে।’
সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।