খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টায়ও কোনো খুনিকে গ্রেপ্তার করতে না পারার মধ্যে মামলাটির তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে।
সোমবার বিকালের ওই ঘটনায় কলাবাগান থানায় করা মামলা দুটির তদন্তের ভার গোয়েন্দা পুলিশকে দেওয়ার কথা বুধবার বিকালে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সরদার।
বলেন, “বিকালে মামলাগুলো ডিবিতে দেওয়া হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ মামলাগুলো তদন্ত করবে।”
গত বছর বেশ কয়েকজন লেখক, অনলাইন অ্যাকটিভিস্ট, প্রকাশক হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা না হওয়ার মধ্যে এই বছরের এপ্রিলের শুরুতে নাজিমুদ্দিন সামাদ হত্যার পর গত সোমবার খুন হন জুলহাজ ও তনয়।
ইউএআইডির কর্মকর্তা সমকামী অধিকারকর্মী জুলহাজ এবং তার বন্ধু নাট্যকর্মী তনয়কে রাজধানীর কলাবাগানে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে যায় কয়েক যুবক।
হামলাকারী যুবকরা ‘আল্লাহু আকবার’ বলতে বলতে গুলি ছুড়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে। তাদের আটকাতে ব্যর্থ টহল পুলিশের একটি দলের একজন এএসআই আহতও হয়েছেন।
হামলাকারী যুবকদের একজনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি ব্যাগে এবং জুলহাজের বাড়ির কাছের একটি ভবনের সিসি ক্যামেরায় ‘গুরুত্ব্পূর্ণ আলামত’ মিলেছে বলে পুলিশ কর্মকর্তারা দাবি করছেন।
জঙ্গিদের সন্দেহ করলেও এখনও খুনি কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, খুনিরা বেশ প্রস্তুতি নিয়েই এসেছিল। লাশের ময়নাতদন্তকারী চিকিৎসকের ধারণা, খুনিরা ছিল দক্ষ ও প্রশিক্ষিত।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, “তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি। দুই-চারদিন গেলেই এই বিষয়ে সিদ্ধান্তে আসতে পারব।”
লেখক, প্রকাশক, অনলাইন অ্যাকটিভিস্ট হত্যাকাণ্ডের প্রায় প্রতিটি মামলাই গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।
যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের মতো ইউএসএআইডি কর্মকর্তা জুলহাজ খুনের তদন্তেও যুক্তরাষ্ট্র সহায়তা করার আগ্রহ দেখিয়েছে।