Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: চলতি অর্থবছরের (২০১৫-১৬) শুরুতে ব্যক্তিখাতের বিনিয়োগের স্থবিরতার কথা স্বীকার করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এ খাতে স্থবিরতা দূর হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
বুধবার বিকেলে ১০ম জাতীয় সংসদের ১০ম অধিবেশনে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর) সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন উত্থাপনকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে বেসরকারি খাতে ঋণ প্রবাহ, মূলধনী যন্ত্রপাতির আমদানি ঋণপত্র খোলার প্রবৃদ্ধি ও সরাসরি বিদেশি বিনিয়োগের অন্ত:প্রবাহ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পাওয়ায় সেই স্থবিরতা দূরীভূত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।’ এছাড়াও সরকারের চলমান উদ্যোগ ব্যক্তিখাতের বিনিয়োগ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ উন্নত দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘এটি আমাদের রপ্তানি খাতকে সচল রাখবে।’
এ বছর ৭ শতাংশের সামান্য বেশি প্রবৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি ব্যয় ৭ দশমিক ৮ শতাংশ কমেছে। মূলত আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য হ্রাস পাওয়ায় আমদানি বাবদ ব্যয় হ্রাস পেয়েছে।