খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: আইএস জঙ্গিদের প্রয় ৮শ’ মিলিয়ন ডলার নগদ তহবিল ধংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। বাগদাদে কর্মরত মার্কিন মেজর জেনারেল পিটার গেরস্টেন সম্প্রতি এ দাবি করে বলেন, অন্তত ২০ টি বিমান হামলায় আইএস জঙ্গিদের এ তহবিল ধংস করা গেছে। এর ফলে যোদ্ধাদের আইএস ত্যাগ করার হার বেড়েছে। কমেছে নতুন নিয়োগের সংখ্যা। তবে তিনি তহবিলের পরিমাণ সম্পর্কে কি করে জেনেছেন তা স্পষ্ট করে বলেন নি।
জেনারেল গেরস্টেন বলেন, ইরাকের মসুলে এক বাড়িতে বোমা হামলার পর সেখানে কমপক্ষে দেড়শো মিলিয়ন ডলার ধংস হয়। মার্কিন বিমানগুলো বেশ কিছুদিন ধরে আইএস মজুদ ও ভান্ডার লক্ষ্য করে হামলা চালাচ্ছিলো। বিভিন্ন গোয়েন্দা তথ্য একাট্টা করে দেখা গেছে গত কয়েক দিনে আইএস-এর বিপুল পরিমাণ নগদ অর্থ ধংস হয়েছে। এর পরিমাণ ৫শ’ থেকে ৮শ মিলিয়ন ডলারের মধ্যে হবে বলে তিনি জানান। আইএসএর সম্পদের পরিমাণ সম্পর্কে সঠিক কোন তথ্য নেই। তবে তেলকূপগুলো দখলের পর আইএস গতবছর ২ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছিলো। এর মধ্যে উদ্বৃত্ত ছিলো আড়াইশো মিলিয়ন ডলার। তার পরই আইএস ভান্ডার লক্ষ্য করে মার্কিন বিমান হামলা জোরদার করা হয়।