খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: বাংলাদেশ আগামী বছর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজে খেলবে। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে একাদশতম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। এই দলটির সঙ্গে সাত ওয়ানডে খেলে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে দুটিতে।
ওয়ানডেতে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১১ সালের বিশ্বকাপে। ২০১৭ সালের জুনে ইংল্যান্ডে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে মে মাসে ছয় ম্যাচের ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড-নিউজিল্যান্ডের মুখোমুখি হতে পারে মাশরাফি বিন মুর্তজার দল। ত্রিদেশীয় সিরিজ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে আমাদের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে এই ত্রিদেশীয় সিরিজ আমাদের জন্য খুব ভালো একটি প্রস্তুতি হতে পারে।
অনেক বছর ধরেই বেশি ম্যাচে খেলার দাবি জানিয়ে আসছে আয়ারল্যান্ড। এবার প্রাপ্য ম্যাচ পাওয়ার আশা জানিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডেট্রম বলেন, দুই বিশ্বকাপের মধ্যে ৯ বা ১০টি ম্যাচ খেলার চেয়ে আমাদের লক্ষ্য বছরে অন্তত ততগুলো ম্যাচ খেলা।