Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: কুষ্টিয়ার ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চালন লাইন স্থাপনে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতির দায়ে ৩১ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ১৭টি মামলা করেছে দুদক।
মামলায় অভিযুক্ত সরকারি কর্মকর্তারা হলেন- কুষ্টিয়ার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বর্তমানে উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ মাগুরায় কর্মরত খন্দকার আজিম আহমেদ, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বর্তমান সিনিয়র সহকারী কমিশনার রাজশাহী মোকলেছুর রহমান, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বর্তমান সহকারী কমিশনার (ভূমি) লৌহজং, মুন্সীগঞ্জ আবুল কালাম, সাবেক কানুনগো রেজাউল করিম বর্তমানে অতিরিক্ত ভূমি দখল কর্মকর্তা যশোর এবং দুর্নীতির দায়ে চাকরিচ্যুত সার্ভেয়ার রবিউল ইসলামসহ সহযোগী আরও ২৬ ব্যক্তি।
তাদের বিরুদ্ধে সরকারি কোষাগার থেকে ২ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৬৫৯ টাকার দুর্নীতি করে আত্মসাতের অভিযোগ এনে দুদক ১৭টি মামলা করেছে কুষ্টিয়া মডেল থানায়।
গত মঙ্গলবার রাতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপপরিচালক আব্দুল গফ্ফার চৌধুরী বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।
প্রতিটি মামলার এজাহারে অধিগ্রহণকৃত ধানিজমিকে ভিটাবাড়ি এবং সমতল ভূমিকে পুকুর ভরাটককণ দেখিয়ে উল্লেখিত প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিটা মামলায় আত্মসাতকৃত টাকার পরিমাণ আলাদা ভাবে উল্লেখ করেছে দুদক।
মামলার বাদী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দুদক তদন্ত শেষে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলায় অভিযুক্ত এসব আসামিদের খুব দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বর্তমান সিনিয়র সহকারী কমিশনার রাজশাহী মোকলেছুর রহমান জানান, ওই সময়কালে আমি সদ্য নিয়োগপ্রাপ্ত নবীন কর্মকর্তা হিসেবে প্রবিশন পিরিওডে ছিলাম। অনেক বিষয়ই আমার জানা ও বোঝার স্বচ্ছতা ছিল না।
তিনি জানান, গ্যাস সঞ্চালন লাইনের ভূমি অধিগ্রহণসংক্রান্ত সব বিষয়ই তৎকালীন জেলা প্রশাসক বনমালী ভৌমিক এবং অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার আজিম আহমেদের নির্দেশক্রমে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি। কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তারাই ভালো বলতে পারবেন।