খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: জিয়া অরফানেজ ট্র্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে আজ বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির থাকতে পারবেন না।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুইটির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।