খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে বুধবার দুপুর ১২টা ১০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন ফখরুল।
যাত্রার আগে তিনি বলেন, “আমি বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে চার দিনের জন্য ব্যাংকক যাচ্ছি। সেখানে বামরুনগ্রাদ হসপিটালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ভিসুটের অ্যাপয়েন্টমেন্ট করা আছে।”
আগামী ২ মে দেশে ফিরবেন বলে জানান তিনি।
চিকিৎসার জন্য এর আগে গত ২৮ জানুয়ারি সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। গত বছরও দুই দফায় সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সে সময় চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে যান ফখরুল। এরপর ১৮ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে আবার সিঙ্গাপুরে যান তিনি।
নাশকতার কয়েকটি মামলায় ২০১৫ সালের ৬ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর প্রায় সাত মাস কারাগারে ছিলেন ফখরুল।
বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতার ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়েছে। এর চিকিৎসার কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকায় গত বছর ১৪ জুলাই ফখরুলকে বিদেশে যেতে জামিন দেয় সুপ্রিম কোর্ট।