খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: আলোচনায় ছিলেন বেশ কয়েকজন। কিন্তু পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হতে নির্ধারিত সময়ের মধ্যে সেদেশের শীর্ষ কোনো সাবেক ক্রিকেটারই আবেদন করেননি! এই পদের জন্য আবদনের শেষ তারিখ ছিল ২৫ এপ্রিল। মহসিন কামাল, মঈন খান, আকিব জাভেদরা তাদের সময় নষ্ট করতে চাননি। তাদের বক্তব্য, বোর্ড বিদেশি কোচ নেবে বলে ঠিক করে রেখেছে। শুধু শুধু সময় নষ্ট করে লাভ কি!
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, লো প্রোফাইল দুজন সাবেক পাকিস্তানি খেলোয়াড় আবেদন করেছেন। তাদের একজন মঞ্জুর এলাহি। পিসিবি দেশ ও দেশের বাইরের আগ্রহী প্রার্থীদের পাকিস্তানের জাতীয় কোচ হওয়ার আবেদন করতে বিজ্ঞপ্তি দিয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়াকার ইউনিস পদত্যাগ করলে প্রধান কোচের জায়গা খালি হয়।
আকিব শুরুতে খুব আগ্রহী ছিলেন। পরে জানালেন, কোচ নির্বাচন কমিটির দুই সদস্য ওয়াসিম আকরাম ও রমিজ রাজা বিদেশি কোচে আগ্রহী। তাই তিনি আবেদন করবেন না। সংযুক্ত আরব আমিরাতের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে আকিব সম্প্রতি পিএসএলের দল লাহোর কালান্দার্সের ক্রিকেট অপারেশন্সের ডিরেক্টর হয়েছেন।
সাবেক কোচ ও প্রধান নির্বাচক মহসিনের আগ্রহ ছিল। কিন্তু সাক্ষাৎকার দিতে হবে দুই জুনিয়র ওয়াসিম ও রমিজের কাছে? এমন চাকরী তিনি চাননি। সিনিয়রের আত্মসম্মান ধরে রেখে পদটির জন্য আবেদন করা থেকে দুরে থেকেছেন।
জানা গেছে পিসিবিতে বেশ কিছু বিদেশির জীবন বৃত্তান্ত পড়েছে। তারা হলেন ইংল্যান্ডের সাবেক কোচ পিটার মুরস, শ্রীলঙ্কার সাবেক কোচ অস্ট্রেলিয়ান টম মুডি, বাংলাদেশের সাবেক দুই অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্স ও স্টুয়ার্ট ল। আরেক অস্ট্রেলিয়ান ডিন জোন্সও আছেন তালিকায়। এছাড়া আছেন দক্ষিণ আফ্রিকার মিকি আর্থারও।