খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময়সীমা ৩০ এপ্রিলই থাকছে এবং ১ মে থেকে অনিবন্ধিত সিমের সংযোগ ৩ ঘণ্টার জন্য বন্ধ করে রাখা হবে। বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাক ও টেলিযোগোযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসব কথা জানান।
বায়োমেট্রিক পদ্ধতিতে চলমান সিম নিবন্ধন কার্যক্রমের সময়সীমা বাড়াতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসির কাছে চিঠি দেয় গ্রামীণফোন ও বাংলালিংক। সিম নিবন্ধন শেষ করতে গ্রামীণফোন আগামী ৩০ জুন পর্যন্ত দুই মাস সময় বাড়ানোর আবেদন করে। আর বাংলালিংক আগামী ৩১ মে পর্যন্ত এক মাস সময় বাড়ানোর আবেদন করে।
তবে প্রতিমন্ত্রী জানান, সিম নিবন্ধনের সময় বাড়ানো হবে না। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করা যাবে। এজন্য মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার ও এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সেবা দেয়া কেন্দ্রগুলো রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
তিনি জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৭ কোটি ৭৯ লাখ সিম রেজিস্ট্রেশন হয়েছে। আরও এক কোটি ২১ লাখ গ্রাহক নিবন্ধনের আওতার বাইরে রয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, এই অনিবন্ধিত সিমের গ্রাহকরা বেশিরভাগ এসেছিলেন, কিন্তু তাদের আঙুলের ছাপ না মেলায় ও জন্ম তারিখ ভুল হওয়ায় জটিলতায় পড়েছেন।