খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: বিএনপি-জামায়াতের ছাতার নিচে জঙ্গিদের আস্তানা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির প্রবক্তা অতীতের সামরিক শাসকরা। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিশ্ব শান্তি ও মানবাধিকার আন্দোলন বাংলাদেশ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আঞ্চলিক ঐক্য শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতির প্রধান প্রবক্তা হচ্ছে অতীতের সামরিক শাসকরা এবং সরাসরি জামায়াত ও বিএনপি। জামায়াত-বিএনপির ছাতার তলেই জঙ্গি, সন্ত্রাসী ও গুপ্তহত্যাকারীদের আস্তানা। ইনু বলেন, জঙ্গি দমন করতে হবে, সেই সাথে জঙ্গিদের পাহারাদারদের দমন করতে হবে। একটাকে বাদ দিয়ে যদি আরেকটাকে দমন করতে চাইলে কার্যত জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন হবে না।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ক্যাপ্টেন এ বি এম তাজুল ইসলাম বলেন, সন্ত্রাসবাদ নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই, সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। এটা কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করাও সম্ভব নয়। বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে। একই সাথে আমাদের দেশে দারিদ্র্য দূর ও শিক্ষার প্রসার ঘটাতে হবে। বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ ও ব্যারিস্টার তানিয়া আমীর তাদের বক্তব্যে সন্ত্রাসবাদ ও মৌলবাদ দূরীকরণে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর দাবি জানান।
মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাবেক সচিব মোহাম্মদ মূসা, মেজর জেনারেল আব্দুর রশিদ প্রমুখ।