Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ‘মশাল’ প্রতীক ব্যবহারের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব রাজিব আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল এ বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে। ইসির সহকারী সচিব রওশন আরা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আনুষ্ঠানিকভাবে হাসানুল হক ইনু ও শরীফ ‍নুরুল আম্বিয়ার কাছে পাঠানো হয়েছে।
জাসদের প্রাক্তন সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বিদ্রোহী অংশটির জন্য কিছু করার নেই বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত ১২ মার্চ জাসদের কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচনের জের ধরে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে একটি অংশ বিদ্রোহ করে বেরিয়ে যায়। তারা নিজেদের মূল জাসদ দাবি করে।