Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: সন্দেহভাজন জঙ্গিদের হাতে একের পর এক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এক ‘ধর্মীয় সম্প্রীতি সম্মলনে’ যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দু’একজন মানুষ হত্যা করে বাংলাদেশে কোনদিনও আইএসের মতামত প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে ইসলাম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের প্রতিনিধিদের সামনে তিনি আবারও সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোতে আইএসের সম্পৃক্ততার খবর নাকচ করেন।
মন্ত্রী বলেন, “মানুষ হত্যা করা হচ্ছে, আর নাম দেওয়া হচ্ছে আইএসের। আরে বাবা, আইএসটা কোথায়?
“আমাদের এই আলেম-ওলেমারা বসে আছেন, একজনও বলেন না যে তারা আইএসের সঙ্গে সম্পৃক্ত। আমরা তো একজন আলেম-ওলেমাৃ একটা মাদ্রাসা একটা মসজিদে আমরা আইএসের অস্তিত্বের কথা শুনিনি।”
জঙ্গিবাদ দমনে সচেতনতা তৈরির জন্য পুলিশের সাম্প্রতিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই সম্প্রীতি সম্মলনে পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক ও ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াও উপস্থিত ছিলেন।
গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী নিজের বাড়ির কাছে খুন হওয়ার পর সোমবার ঢাকার কলাবাগানে হত্যা করা হয় সমকামী অধিকার কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি দল আইএস রেজাউল হত্যা এবং আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা বাকি দুটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইট।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বুধবারও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশে আইএস এর তৎপরতা নিয়ে কথা বলেন।
তবে সরকারের আগের ভাষ্যের ধারাবাহিকতায় সম্প্রীতি সম্মলনেও এ দেশে আইএস এর মতো জঙ্গি দলের তৎপরতার কথা নাকচ করেন মন্ত্রী।
তিনি বলেন, “আমাদের এখানে কী আছে? আমাদের এখানে কিছু ‘হোমগ্রোন’ জঙ্গি রয়েছে। তারা নানান ধরণের প্রচেষ্টা নানানভাবে চালিয়েছে। এখনও মাঝে মাঝে চালায়।”
স্বাধীনতা যুদ্ধের সময় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার পরও এ দেশের মানুষের নতি স্বীকার না করার কথা মনে করিয়ে দিয়ে কামাল বলেন, “এখন দু’একটা মানুষ হত্যা করে, তাদের আইএস মতামত এখানে প্রতিষ্ঠিত করবে- কোন দিনও সম্ভব নয়।
কাজেই যারা এ কুকর্মে নিয়োজিত আছেন, তাদের বলব- এই ভ্রান্ত ধারণা থেকে সঠিক পথে আসেন।”
পঞ্চগড়ের মন্দিরে হামলা চালিয়ে পুরোহিত হত্যার ঘটনায় গ্রেপ্তার জঙ্গিরা তাদের ‘ভুল বুঝতে পেরেছে’ দাবি করে মন্ত্রী বলেন, “আগে মানুষ পুড়িয়ে, বাস পুড়িয়ে, শ্রমিক মেরে একটা প্রচেষ্টা চলছিল। এখন হঠাৎ করে মানুষ হত্যা করা হচ্ছে। আমাদের অগ্রাযাত্রাকে থমকে দেওয়ার জন্য এই প্রচেষ্টা।”