খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: পাকিস্তান এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে ভারতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন উর্ধ্বতন আইন প্রণেতারা। এক্ষেত্রে তারা ওবামা সরকারের পাকিস্তানের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্তকে দায়ী করছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
আইনপ্রণেতারা আশঙ্কা ব্যক্ত করে বলেন, পাকিস্তান মার্কিন সরকারের সঙ্গে যুদ্ধবিমান ক্রয়ের যে চুক্তি করেছে তাতে উল্লেখ করা হয়েছে এসব জঙ্গিবিমান সন্ত্রাস ও জঙ্গিদের বিরুদ্ধে বিভিন্ন হামলায় ব্যবহার করা হবে। কিন্তু, এমনও হতে পারে যে পাকিস্তান এসব যুদ্ধবিমান দিয়ে হয়তো প্রতিবেশি দেশ ভারতেই হামলা চালাবে।
যুদ্ধ বিমান বিক্রয়ের ক্ষেত্রে ওবামা সরকারের সিদ্ধান্তকে আরো একবার বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতারা। এ সম্পর্কে কংগ্রেসের সদস্য সালমন বুধবার কংগ্রেসের এক শুনানিতে বলেন, ‘আমিসহ কংগ্রেসের অনেক সদস্যই এ বিষয়ে প্রশ্ন করতে চাই যে, এফ-১৬ যুদ্ধবিমান বিক্রয়ের সময় এবং ফয়সালা কতটা যুক্তিযুক্ত। আমরা জানি দীর্ঘদিন ধরেই পাক-ভারতের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আর এফ-১৬ যুদ্ধবিমান পাকিস্তানের কাছে বিক্রি করা হলে তা অস্থিরতা আরো বাড়াবে। সবচেয়ে বড় কথা পাকিস্তান সন্ত্রাস মোকাবেলার চেয়ে এই বিমান ভারত বা আশেপাশের প্রতিবেশি যে কোনো দেশের বিরুদ্ধেই ব্যবহার করবে।