Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌঁড়ে এগিয়ে থাকা প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি নির্বাচিত হলে আমেরিকার স্বার্থকেই সবার আগে গুরুত্ব দেবেন।
তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র নীতিকে ‘অবিবেচক ও উদ্দেশ্যহীন’ বলে সমালোচনা করেন।
রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের জটিলতা নিরসন করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের পাঁচটি প্রাইমারিতে বিজয়ের একদিন পর ডোনাল্ড ট্রাম্প এক ভাষণে তার বৈদেশিক নীতির বিস্তারিত তুলে ধরেন।
এসব প্রাইমারিতে বিজয়ের পর মঙ্গলবার ট্রাম্প নিজেকে রিপাবলিকান দলের ‘সম্ভাব্য মনোনীত প্রার্থী’ হিসেবে অভিহিত করেন।
এদিকে তিনি নির্বাচনী প্রচারণায় নামার পর থেকেই বিভিন্ন বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেন।
এ জন্য নিজের দলের ভেতরেও তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
এমনকি দলের ভেতরে মনোনয়ন প্রত্যাশী অপর প্রার্থীদের একাট্টা হয়ে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেবার ঘটনাও ঘটেছে।
তবে, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নিজের প্রথম এই বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্পকে আগের চেয়ে কৌশলী ও সংযত মনে হয়েছে।
তিনি ভাষণে তৈরি করা স্ক্রিপ্টের বাইরে কোন কথা বলেননি।
ওয়াশিংটনে দেয়া ওই ভাষণে ট্রাম্প বলেন, আমেরিকাকে আবার এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে সবাই আমাদের সমীহ করে।
আমাদের দেশকে আবার ধনশালী ও মহান একটি রাষ্ট্রে পরিণত করতে হবে। আর তা করতে পারলেই এই শতাব্দী আবারো শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী হয়ে উঠবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর কাছ থেকে নতুন করে সমীহ আদায় করার সময় এসে গেছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প এ ভাষণে মিত্র রাষ্ট্রগুলোর প্রতিরক্ষার খরচ যুক্তরাষ্ট্র আর মিটিয়ে দেবে না বলেও জানিয়ে দেন।
সেই সঙ্গে ইসলামিক স্টেট গোষ্ঠীকে পরাজিত করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেবারও আশ্বাস দেন ট্রাম্প।