খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিন্ন উগ্রবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে দপ্তর উপ-কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। ২০তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘এই মুহূর্তে আমাদের অভিন্ন শত্রু হচ্ছে সাম্প্রদায়িক উগ্রবাদ, এ অভিন্ন বিপদ মোকাবিলায় অভিন্ন ক্ষেত্র তৈরি করতে হবে। এই মুহূর্তে বিএনপি আমাদের প্রতিপক্ষ হিসেবে তেমন কোন সবল পার্টি নয়। প্রেস ব্রিফিংয়ের মধ্যে তাদের সকল অ্যাকশন সীমিত।’
তিনি বলেন, জেলা-উপজেলা শাখা থেকে কাউন্সিলদের নামের তালিকা আগামী ৩০ মের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর নির্দেশনা সম্বলিত চিঠি আগামীকাল পাঠানো হবে।
জুলাইয়ের ১০ ও ১১ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের সম্মেলন সফল করার জন্য দপ্তর উপকমিটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে, এই কমটির সকল সদস্যদেরকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বানও জানান কাদের।
বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম ও এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।