Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪,শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬: গৃহস্থালী ও যানবাহনে গ্যাসের দাম আবারো বাড়ছে বলে ইঙ্গিত দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘আমরা এ দুই প্রকার গ্যাস ব্যবহারে জনগণকে নিরুৎসাহিত করতে চাই। গৃহস্থালী ও যানবাহনে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সার ও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর আপাতত কোনো চিন্তা নেই ।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভায়’ সচিব এ কথা বলেন।
তিনি বলেন, ‘গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়া চলছে। রান্নার কাজ ও গাড়িতেই মোট গ্যাসের ২০ শতাংশ ব্যয় হয়ে যায়। অথচ এ থেকে সরকার পায় মাত্র ১ হাজার ৩০ কোটি টাকা। অথচ এই পরিমাণ গ্যাস শিল্প খাতে গেলে ৮০ হাজার কোটি টাকার সুবিধা পাওয়া যেত। তাই সরকার রান্নার কাজে লাইন গ্যাসের পরিবর্তে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস সিলিন্ডারের ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, ‘পর্যায়ক্রমে বাসাবাড়িতে পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এলপি (তরলীকৃত পেট্রোলিয়াম) গ্যাস আমদানি করে বাসাবাড়িতে এলপি গ্যাস ব্যবহারে লোকজনকে উৎসাহিত করা হবে।
বৈঠকে ১ জুলাই থেকে যে নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন কার্যকর করা হবে তার আগে সাতটি বিষয় সংশোধনের দাবি জানালে বৈঠকে উপস্থিত অর্থমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির এই সভা। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
উল্লেখ্য, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর গৃহস্থালি কাজে এক বার্নারের গ্যাসের চুলা ব্যবহারের জন্য ৪০০ টাকা থেকে ৬০০ টাকা এবং দুই বার্নারের চুলা ব্যবহারের জন্য ৪৫০ থেকে বাড়িয়ে ৬৫০ টাকা হয়। একই সময় কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) প্রতি ইউনিট ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়।