Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪,শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬: মুম্বাই ইন্ডিয়ানসের ফারা কাটিয়ে উঠতে পারল না সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেনে হারের পর এবার মুম্ব্ইায়ের ঘরের মাঠেও স্বাগতিকদের বিপক্ষে হেরেছে কেকেআর। বৃহস্পতিবারের ম্যাচে মুম্বাই ৬ উইকেটে জয় পেয়েছে কেকেআরের বিপক্ষে।
গৌতম গাম্ভীরের কেকেআর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৪ রান। জবাবে ১২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় রোহিত শর্মার দল।
কেকেআরের দুই ওপেনার রবিন উত্থাপা ও অধিনায়ক গাম্ভীর দারুন সূচনাই করেন। তাদের জুটি থেকে দলে রান আসে ৬৯। উত্থাপা ২০ বলে ৩৬ রান করেন ও গাম্ভীর ৪৫ বলে ৫৯ রান করেন। এ ম্যাচেও সাকিবের ব্যাট থেকে তেমন রান আসেনি। তিনি ৪ বলে মাত্র ৬ রান করে সাজঘরে ফিরেন। এছাড়া সূর্যকুমার যাদব করেন ২১ রান এবং অ্যান্ড্রু রাসেল করেন ২২ রান।
মুম্বাইয়ের হয়ে টিম সাউদি নিয়েছেন ২টি উইকেট। আর ১টি করে উইকেট নিয়েছেন ম্যাকক্লেনাঘান, হার্দিক পান্ডে ও হরভজন সিং।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনিংয়ে নামা পার্থিব প্যাটেল ১ রানে বিদায় নেন। অধিনায়ক রোহিত শর্মাই দলকে জয়ের বন্দরে নিয়ে যান। তিনি ৪৭ বলে অপরাজিত ৬৮ রান করেন। এ ইনিংসটিতে তিনি ৮টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া কাইরন পোলার্ডও ১৭ বলে ৫১ রানের একটি ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। তিনি ২টি চার ও ৬টি ছক্কার মারে সাজিয়েছেন ইনিংসটিকে।
কলকাতার হয়ে সুনীল নারিন নিয়েছেন ২টি উইকেট এবং ১টি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব, সাকিব আল হাসান।