Mon. Mar 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪,শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন বেড়েছে। তবে সব ধরনের মূল্যসূচক আগের দিনের চেয়ে কমেছে।
ডিএসইতে আজ ৩১৬ টি কোম্পানির ১১ কোটি ৪৯ লাখ ২০ হাজার ১৭৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৪২ কোটি ২২ লাখ ৯০ হাজার ৪৩৩ টাকা। যা আগের দিনের চেয়ে ৮৫ কোটি ৭৯ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৩.২৫ পয়েন্ট কমে ৪১৯৫.৭০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২০.৪৪ পয়েন্ট কমে ১৬১২.৩৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ৯.৫৪ কমে ১০২৫.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।লেনদেন হওয়া ৩১৬ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৭৮ টির, কমেছে ১৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো : ইউনাইটেড পাওয়ার, কেয়া কসমেটিকস্, বিএসআরএম লি., এসিআই লি., এমজেএল বিডি, ব্র্যাক ব্যাংক, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও স্কয়ার ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- বিএসআরএম লি., লিন্ডে বিডি, ইস্টার্ন লুব্রিকেন্ট, মার্কেন্টাইল ইন্সু., ইসলামি ইন্সু., আইপিডিসি, ট্রাস্ট ব্যাংক, লিব্রা ইনফিউশনস, নরদার্ন ইন্সু. ও কন্টিনেন্টাল ইন্সু.।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো ফার্স্ট ফাইন্যান্স, রিজেন্ট টেক্স, ইস্টার্ন কেবলস, জিবিবি পাওয়ার, তসরীফা ইন্ডা., জিএসপি ফাইন্যান্স, ডেসকো, জুট স্পিনার্স, আরামিট সিমেন্ট ও নরদার্ন জুট।