খোলা বাজার২৪,শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬: র্যাবের প্রাক্তন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে যোগদান করেছেন। বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
সন্ধ্যায় তিনি বলেন, তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ পেশাগত কাজ করবেন। এ ক্ষেত্রে মিডিয়া বা সকলের আগের মতো সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে ফেসবুকে স্ট্যাটাসে তিনি তার নতুন দায়িত্বের কথা জানান। সেখানে তিনি র্যাবে দায়িত্বপালনের সময় সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্বপালন কালে কোনো ভুল করে থাকলে তার জন্য ক্ষমা চান।