খোলা বাজার২৪, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আরো মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা সম্পর্কে আমেরিকার কাছে তথ্য চেয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, “আমরা জানতে চাই, কেন সিরিয়ায় নতুন করে মার্কিন সেনা মোতায়েন করা হবে। এসব সেনাকে কী সেখানে স্বল্প সময়ের জন্য মোতায়েন করা হবে নাকি তারা স্থায়ীভাবে থাকবে; এসব সেনা কারা এবং কোথায় তাদেরকে মোতায়েন করা হবে-তা জানা জরুরি।”
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সোমবার ঘোষণা করেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়ায় আরো ২৫০ সেনা মোতায়েন করা হবে। তিনি দাবি করেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এসব সেনা মোতায়েন করা হবে।
জাখারোভা বলেন, “আমেরিকা কেন সেনা পাঠাচ্ছে এবং এটা তাদের কোনো কর্মসূচি নাকি পরিকল্পনা?” এসময় তিনি আরো বলেন, দায়েশের অর্থের উৎস বন্ধ করতে ব্যর্থতার পরিচয় দিয়ে ব্রিটিশ সরকার মূলত দায়েশকেই সমর্থন করছে।