Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪, শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬: কেনিয়ায় কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর বন্যার মধ্যে রাজধানী নাইরোবির একটি ছয়তলা ভবন ধসে অন্ততপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বলে কেটিএন টেলিভিশনের খবরে বলা হয়েছে।
টেলিভিশনটিতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, নাইরোবির উত্তর-পূর্বাঞ্চলীয় আবাসিক এলাকা হুরুমার ওই ধসে পড়া ভবনটি থেকে উদ্ধারকারীরা দুজন জীবিতকে বের করে নিয়ে আসছেন।
ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ জড়ো হয়েছেন।
নিজেদের ট্যুইটার ফিডে কেনিয়া রেড ক্রস জানিয়েছে, তিনটি ‍শিশু ও একজন বয়স্ককে উদ্ধার করে রাজধানীর কেনিয়াত্তা ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে।
বিধ্বস্ত ভবনটির প্রায় ১৫০ জন বাসিন্দা কাছের গ্রামে আশ্রয় নিয়েছেন বলে রেড ক্রস জানিয়েছে।
ভবনটির ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে দ্য ডেইলি নেশন সংবাদপত্র।
কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
বেসারকারি টেলিভিশন চ্যানেল কেটিএন জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে, এদের মধ্যে একটি বাচ্চা শিশুও রয়েছে। ভবনটির অধিকাংশ বাসিন্দাই ভিতরে আটকা পড়ে আছেন।
ভবনটি ধসে পড়ার সময় এতে কতজন বাসিন্দা ছিলেন শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি।