Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন আইপিএলের মাঠে নামবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে প্রতিদ্বন্দ্বি হিসেবে নয়। বিকেলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স মোকাবেলা করবে দিল্লি ডেয়ারডেভিলসকে। আর রাতে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদ মোকাবেলা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।
কলকাতা ও দিল্লি ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শুরু হবে। আর হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হায়দ্রাবাদের মাঠ রাজিব গান্ধি স্টেডিয়ামে শুরু হবে।
সাকিব এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো আইপিএলে অংশ নিলেও মুস্তাফিজের এবারই প্রথম কোনো বিদেশি লিগে অংশ নেওয়া। এরই মধ্যে তাদের দুজনের দল মুখোমুখি মোকাবেলাও করেছে। যেখানে জয় পেয়েছে সাকিবদের কলকাতা। দলগতভাবে সাফল্য সাকিবই বেশি পাচ্ছেন এবারের আসরে। তবে ব্যক্তিগতভাবে কিন্তু সাকিব এখনো পর্যন্ত তেমনভাবে আলো ছড়াতে পারেননি। ৪ ম্যাচ খেলে ২টি উইকেট নিলেও ব্যাটিংয়ে পুরোপুরিই ব্যর্থ হচ্ছেন তিনি। বিশ্বখ্যাত অলরাউন্ডারে কাছ থেকে সবার প্রত্যাশা আরও অনেক বেশি। সকলেই অপেক্ষা করে রয়েছেন কবে সাকিবের ব্যাট-বল একই সঙ্গে জ্বলে উঠবে। শনিবার কী সে প্রত্যাশা পূরণ হবে?
অন্যদিকে মুস্তাফিজ এবারই প্রথম আইপিএলে অংশগ্রহণ করে বাজিমাত করেছেন। তবে তার দল ততটা সফল না হলেও প্রতিটি ম্যাচেই তিনি অসাধারণ পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করছেন ক্রিকেট বিশ্বকে। হায়দ্রাবাদের হয়ে তিনি এ অবধি ৬টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি বল করেছেন ২২ ওভার। ১৩৬ রান খরচে নিয়েছেন ৭টি উইকেট। এ টুর্নামেন্টে তার সেরা পারফরম্যান্সটি ছিল কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষে। তিনি ওই ম্যাচে ৯ রানের বিনিমিয়ে নিয়েছেন ২টি উইকেট। তার এ পারফরম্যান্সে ক্রিকেট অঙ্গনে বেশ আলোড়নের সৃষ্টি হয়। ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি। এছাড়া এ টুর্নামেন্টে তিনি ডেথ ওভারের রাজা হিসেবেই অধ্যুষিত হয়েছেন। তবে শেষ ম্যাচে পুনের বিপক্ষে নিজের দ্যুতি ছড়াতে পারেননি এ বিস্ময়বালক। তিনি ওই ম্যাচে ২ ওভারে ২১ রান দিযে উইকেটশূন্য ছিলেন। শনিবার তাই মুস্তাফিজের জন্য স্বরূপে ফেরার ম্যাচ।
এগুলো তো হলো সাকিব-মুস্তাফিজের ব্যক্তিগত পারফরম্যান্স। এখন দলের পারফরম্যান্সে আসা যাক। কেকেআর এ অব্দি ৬ ম্যাচ খেলে ৪ ম্যাচে জয় পেয়েছে। ৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দ্বিতীয়স্থানে অবস্থান করছে। আর তাদের প্রতিপক্ষ দিল্লি ৫ ম্যাচে জয় পেয়েছে ৩টিতে। তারা ৬ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছে।
অন্যদিকে হায়দ্রাবাদ মোট ৬টি ম্যাচ খেলেছে। যেখানে ৩টিতে জয় এবং ৩টিতে হার পেয়েছে। তারা ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে। তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরুর অবস্থান ৮ দলের মধ্যে ৭ম। তারা ৫ ম্যাচ খেলে ২টিতে জয় পেয়ে ৪ পয়েন্ট অর্জন করেছে।